✒️রিপন সিংহ
তোমার এই শহর, হয়তো সবার জন্য নয়
অনেক স্বপ্ন নিয়ে এই শহরে পা রাখি
হয়তো স্বপ্ন'ই ---
মনে হয় আবার ফিরে যেতে হবে
কিন্তু কোথায়?
পথ যে চিন্হহীন।
যখন পূর্বাহ্নে ছিলাম,
গন্ধহীন, রঙহীন, আলোহীন ;
ম্লান থেকে
সায়াহ্নে এসে ---
তোমার নাভিতে যখন নতুনভাবে আবিষ্কার করি
আমার সমস্ত রঙ নিভে দিয়েছ তুমি
যতটা সহজ তার চাইতেও ততটা নয়
এই শহর আমার আর জানার নই
তবে অদ্ভুত এক শান্তি
কত বাড়ি
কত গাড়ি
কতইনা নারী
কিন্তু সবই অদ্ভুত
এ আমার নই
যা দেওয়ার নয় তা দিয়েছ ঢের
তারপরও
তোমার এই শহর থেকে
ফিরে যেতে হবে
আবার
এ আমার নই
0 মন্তব্যসমূহ