✍️বিউটি কর্মকার
যদি ভালোবাসো আমায়,
তবে তার মধ্যে কোনো
যোগ-বিয়োগ রেখোনা।
সেখানে থাক শুধুই একটু বিশ্বাস,
আর অনেকখানি বেহিসাবি সরল।
একটু উষ্ণতা, যাতে আমি
ডুবতে পারি-
যেভাবে পদ্মকলি ডোবে
একবুক দিঘিতে,
তবু যেন মাথা তুলতে পারি
তোমার অহংকারে,
যেভাবে মাথা তোলে ফোটা পদ্ম,
খুশির সূর্য খেলে তার মুখে।
একটু শীতলতা, যেখানে
সব অন্তরাল সরে গিয়ে আসে
আলোয় ভরানো পথ--
সেই পথে চলবো আমরা
হাতে হাত ধরে, একসাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন