✒️প্রদীপ্ত চক্রবর্তী
জংলী ছিলাম মানুষ হলাম,
কালের হল বিবর্তন;
কাচা মাংস খেতাম,গাছের বাকল পড়তাম,
সময় হল পরিবর্তন।
কোথায় ছিলাম, কোথায় এলাম?
শিখলাম ভালোবাসতে;
যাযাবর ছিলাম, স্থায়ী হলাম,
পেলাম,জগতকে জানতে।
ভালোবাসলাম, ঘৃণা করলাম,
ছুড়িও ধরলাম, নিজের - ই, ভাইয়ের বুকে;
রাজা দেখলাম, প্রজা দেখলাম,
মন্ত্রী মিনিস্টারও দেখলাম, হলো সাধারণ লোকে।
ধর্ম দেখলাম, অধর্ম দেখলাম,
দেখলাম ধর্মের জয় হতে;
বাস্তব জগত সত্য, দেখলাম,
মিথ্যা দেখলাম মরতে।
এক জগত শ্রেষ্ঠ জগত,
মানব জগত সবার শ্রেষ্ঠ;
শুভ শক্তির আশীর্বাদে,
অশুভশক্তির হলো মাথা নস্ট ।
0 মন্তব্যসমূহ