✒️সুমিতা বর্ধন
অন্ধকার রাত টা বড্ড কাটে আমায়
সেই রাতের জন্য অপেক্ষা করেছি
কতো বছর,কতো মাস, কতো দিন
সেই রাত টা এসেছিলো একদিন
গভীর আলিঙ্গনে জড়িয়ে নিয়েছিলো আমায়
নিকষ কালো অন্ধকারকে
ভালোবেসে বুকে তুলে নিয়েছিলাম আমিও
অন্ধকারের বুক বেয়ে নেমে আসা স্পর্শ,
আমার মনে শিহরণ জাগিয়েছিল,
শিৎকারে কেঁপে উঠেছিলাম সেদিন,
দেখেছিলাম ভালবাসার নগ্ন রূপ
সেই রূপের মোহ জালে বিদ্ধ হয়েছিলাম সেদিন (কিন্তু)
হঠাৎ অন্ধকারের বুক চিরে এলো-
এক ছটাক আলো,
সেই আলোর ছটায়
চোখে পরতেই সম্বিত ফেরে,
দেখি অনেক দূরে দাঁড়িয়ে
সেই মরীচিকা।
0 মন্তব্যসমূহ