✒️বর্ষা সরকার
সুন্দরী মেয়ে, যে দেখতে বেশ সুন্দর,
তেমন সুন্দর, তার কথাবার্তাও,
ভারী মিষ্টি, তার কোমল অন্তর।
গাঁয়ের পথে হেঁটে, যাচ্ছে জল আনতে,
কাঁখে কলসি, মাথায় এক গাঁদা ফুল।
পায়ে নুপুর, হাত ভর্তি চুড়ি,
গাঁয়ে যখনই, ফেরিওয়ালা আসতো,
তখনই সে, কিনত চুড়ি।
বিভিন্ন ধরনের জিনিস কিনত,
সে যে, মনের সাধে সাজত।
চোখ দুখানি, তার কাজল ভর্তি,
মাথা ভর্তি, কালো কেশ।
ওকে সকলে ভালবেসে, ডাকতো ফুলকি বলে,
যেমন তার সাজ, তেমনিই তার নাচ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন