✍️প্রিয়াঙ্কা আদক
বর্ধমানে জন্ম তোমার গ্রাম চুরুলিয়া,
ছোট বেলায় ডাকনাম, ছিল দুখু মিয়া।
বাল্যকালের শিক্ষা তাঁর মক্তবে হয় শুরু,
কাব্য জগতে শ্রেষ্ঠ আসন, দেয় "বিদ্রোহী" , "ধুমকেতু"।
ধর্মপরায়ণ কাজী ফকির আহমেদ; ছিলেন পিতা,
স্নেহময়ী জাহেদা খাতুন; হলেন মাতা।
বয়স যখন আট বছর বাবা গেলেন মারা,
দরিদ্র পরিবারে আধপেটা খেয়ে, দিন কাটাচ্ছেন তাঁরা।
বাঁচার জন্য কাজ জুটল রুটির দোকানে,
দেশপ্রেমের শিক্ষা পেয়ে,ক্ষোভ জাগলো মনে।
১৯১৭ তে পড়া ছেড়ে ; স্বাধীনতার জন্য সৈনিকে যোগ দেন,
ব্রিটিশদের বিরুদ্ধে "আনন্দময়ীর আগমন" লেখার জন্য কারাবাসে যান।
বিদ্রোহী কবি তুমি, প্রমিলা তোমার পত্নী,
কাব্য জগতে এক ঝড় এনেছিলে কালবৈশাখী।
প্রতিবাদী রূপে এসেছিলে তুমি; বাংলার বুকে,
স্বাধীনতার জন্য কলম ধরেছো, রটেছে লোকমুখে।
ধর্ম নিয়ে ভেদাভেদ যাদের তাদের বিঁধাও শুল,
সুনাম নিয়ে ধরনীতে তুমি ফিরে এসো নজরুল।
ঢাকায় তোমার শেষ যাত্রা পক্ষাঘাত শুরু,
শব দেহ শেষ হলো নেইকো আর দুখু।
নামটি তোমার কাজী নজরুল ইসলাম,
আমরা তোমায় করি অজস্র সম্মান।
ফিরে এসো মায়ের এই শুন্য বুকে,
দেশের জন্য আবার দাঁড়াতে হবে রুখে।
ফিরে এসো......হে কবি, ফিরে এসো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন