✍️ - পৃথ্বীশ দত্ত |
একটি বাঁশী বেজে চলেছে নিভৃতে বহুদূর হতে সে তরঙ্গ, স্মরণাতীত অতীত পেরিয়ে এসে-- স্পর্শ করে মরুভূমি বালুকাপ্রান্তর ও রুক্ষতার তপ্তগ্রাস ! সেই থেকে এই মনে জলোচ্ছ্বাস এই মন মোহনাবাহিত বাঁশী জানে মারণব্যাধি সেই আনে ছিদ্রবাহী উপশম সুধা ! |
0 মন্তব্যসমূহ