✍️পান্হ দাস
ছিলে তুমি
হাজারো কবির প্রেরণায়,
ছিলে তুমি
হাজারো সঙ্গীতের স্রষ্টায়,
ছিলে তুমিই
প্রতিবাদের প্রথম সুরের ধারনায় ৷
বাংলার বুকে হয়েছিলে হাজির
নাম যার বিদ্রোহী কবি,
ধূমকেতুর মতোই অগ্নির তুমি নজির
গড়েছিলে এমনই অগ্নিবীণার ছবি,
প্রকৃতিও সত্যি হয়েযেত জাদুময়
যখন লাগতো ঠোঁটে তোমার বাঁশি ৷
তুমি রয়েছো জীবন্ত,
অজস্র বিরোধীর দোয়াতে
তুমি রয়েছো জীবন্ত,
সবার হৃদয়ের মাঝে
তুমি রয়েছো জীবন্ত,
শত শত প্রতিবাদির কলমে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন