✒️বিপ্লব গোস্বামী
কথাবার্তায় সবাই আপন
আসল আপন ক'জনা,
আপন পর সে'জন চিনে
ঠেলায় পড়ে যে'জনা।
সুখের কালে সবাই আপন
আপন জনের নেই অভাব,
বিপদকালে প্রকাশ পায় ভাই
লুকিয়ে থাকা স্ব স্বভাব।
তত্ত্ব কথা যে'জন বলে
মুখের কথায় আপনজন,
দুঃসময়ে ঠিক বুঝা যায়
প্রকাশ পায় কে সুজন।
আপন যে'জন নীরব থাকে
বলে না সে আপন আপন,
বিপদকালে ঝাঁপিয়ে পড়ে
প্রমাণ করে সে আপন।
সত্যিকারের আপন যে'জন
বিপদে সঙ্গ ছাড়বে না,
দুঃসময়ে থাকবে সাথে
কখনো হার মানবে না।
0 মন্তব্যসমূহ