ধর্ম রথ

✒️শুভ্রা দেব

আধুনিকতার বহর কাঁধে
ঘুর্ণায়মান ধর্ম রথ---
নিম কাঠের তেতো ভাব কাটিয়ে 
গায়ে জড়ানো লৌহ খোলস ।

ঝাঁ চকচকে রোশনাই
সাজো সাজো রব ;
ভক্তি ভরে ভক্তবৃন্দ --
পুণ্য লাভের আশায়
টান দিয়ে যায় রথে ।

ধর্ম পথে কর্মদোষে 
হাঁক ছাড়ে স্বর্গরথ........!

গগনচুম্বী রথের চূড়া 
তড়িৎচৌম্বকের উষ্ণ চুম্বন এঁকে
উড়ন্ত পাখির সাথে 
মৃত্যু কথা বলে অবিরত !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ