✍️বিপ্লব গোস্বামী
আজও মনে পড়ে
বৃষ্টি ভেজা ঐ শ্রাবণের দিনে
তোমাকে কিছু একটা দিয়েছিলাম।
একদম জোর করে নয়
তুমি চেয়েছিলে তাই।
আমিও সেদিন খালি হাতে ফিরিনি
তুমি আমায় কিছু একটা দিয়েছিলে।
কিন্তু কবে কখন তুমি
তোমারটা নিয়ে গেলে
সহজ সরল আমি বুঝতেও পারিনি।
তাই বলে আমারটা যে ফিরিয়ে দেবে
তা নয়।
যদিও তোমার কাছে তা মূল্যহীন !
তবু রেখে দিও অচ্ছিষ্টের মত
মনের একটা কোণে।
0 মন্তব্যসমূহ