কেন টেনে হিছড়ে নিয়ে যাওয়া হচ্ছে
কোমলমতি শিশুদের
ওই ধর্মালয়ের দিকে!
ছাড়ো ওদের হাত,
ওরা বেড়ে উঠুক আলোকিত মানুষ হয়ে।
ফুল যেভাবে প্রস্ফুটিত হয় বৃন্তে,
মাতৃবৃন্তে প্রস্ফুটিত হোক শিশু।
কেন বপন করছো ওদের নিষ্পাপ
পবিত্র মস্তিষ্কে
ধর্মের বিষাক্ত বীজ?
মানুষে মানুষে ভেদাভেদ, দ্বেষ বিদ্বেষ?
বরং ওদের নিয়ে যাও বিদ্যালয়ে,
নিয়ে যাও গ্রন্থাগারে,
খুলে দাও গ্রন্থের সম্ভার।
খুলে দাও উন্মুক্ত আকাশ।
ওদের শেখাও
গণিত বিজ্ঞান ইতিহাস সাহিত্য।
ওদের মগজের বিকাশ হতে দাও,
ফুলের মতন ফুটে উঠুক ওদের মগজ,
ওদের মন, ওদের আচরণ
বিশ্বের জ্ঞানের বৃন্তে।
বড়ো হয়ে ওরা বেছে নিক মানুষের ধর্ম।
ওরা মানবতার সেবায় নিয়োজিত করুক নিজেদের প্রাণ,
নির্ভীক কণ্ঠে উচ্চারিত হোক --
মানবতাই মানুষের ধর্ম।
0 মন্তব্যসমূহ