ডর ডর লাগছে


                   ✍️বিপ্লব উরাং 

ডর ডর লাগছে।
কেমন কেমন জানি
হয়ে যাছে হামার সনার তিরপুরা। 

বাগান ভরা সুগন্ধি ফুলগিলানে
বিষ মাখা বাতাস ঢুকাবেক ন কি কে জানে।
ডর ডর লাগছে।

নাই, নাই বাপধনরা
যা-ই করিস হাত জড় করে বলছি-
সুগন্ধি ফুল গিলানের জীবনটাকে
নষ্ট নাই করিস। 


দেরি হয়ে গেল।শরীরটা ভাল না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ