এই তো জীবন


               ✍️ অর্ধেন্দু ভৌমিক

জনতার মাঝে একা হাঁটা জীবন
স্নায়ুর বাইরে শত তারার কোলাহল 
বুক আঁকড়ে ধরা মা'র ডাক
সকাল থেকে বিকেল 
শুনতে পাই কোথায়  ! 

বসন্তে বসন্তে উড়ে বিবর্ণ চুল 
মানুষের  খোঁজে 

মানুষ আমায় দেখে হাসে ...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ