মহারাজা তোমাকে


                ✍️জওহর লাল দাস
 
প্রজ্জ্বলিত সূর্যের আলোয় যেমন আলোকিত হয় তমস্রাবৃত ধরনী
ঘন অরণ্যের এই প্রান্তদেশে তুমিই জ্বালিয়েছো প্রগতির আলোক শিখা-- তুমিই জ্বালিয়েছো আধুনিকতার উজ্জ্বল মশাল।
তুমি জ্ঞানের জলধি, দূরদৃষ্টি,প্রজ্ঞাবান মহানুভব
সপারিষদ তুমি পাড়ি দিয়েছো পৃথিবীর নগর বন্দর চেতনার দীপ্তশিখায় নিজেকে করেছো  ঋদ্ধ।
এই ঘন অরণ্যের প্রজাকুলকে দিয়েছো নবচেতনার সন্ধান। কৃষি -শিল্প-শিক্ষা-স্বাস্থ্যের নবরূপায়নের নতুন দিশা।
তোমার সঞ্চয়ী ফসলের নিশ্চেষ্ট উত্তরাধিকার ভোগ করে চলচি আজো আমরা।
বিদ্যাপত্তন,নীরমহল, বিমান বন্দর, বিশ্ববিদ্যালয় আরো কত কি!
কিন্তু কালের নিষ্ঠুর সময় তোমাকে সময় দেয় নি।
আরো কত হাজারো স্বপ্ন অপূর্ণ রেখে পাড়ি দিয়েছো আর না ফেরার দেশে। তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে আমরা চলেছি আজো অনাগত ভবিষ্যতের দিকে।
তুমি তো শুধু রাজা নও
তুমি মহারাজা ।
রাজদন্ড নিয়েছিলে হাতে শুধু শাসনের জন্য নয়
সেবা যেখানে প্রজা পালন তুমি ছিলে তাই হে মহারাজ!
কিরাতের দেশে তুমি জ্বালিয়েছো শেষ প্রদীপ শিখা।
শতসহস্র তারার মাঝে তুমি এক উজ্জ্বল ধ্রুব তারা।এই পাহাড় উপত্যকার রাজ্যে রেখে গেছো কত স্মৃতির স্বাক্ষর-প্রজা কল্যানের কত আয়োজন।
মহারাজ তুমি আধুনিক ত্রিপুরার রূপকার।
তোমাকে স্মরণ করি শতসহস্র বার।
তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে আমাদের হৃদয় -মননে ত্রিপুরার প্রতিটি ধুলিকনায় যতদিন থাকবে এই পার্বতী ত্রিপুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ