✍️ সমীরন পাল
অংকে বড্ড কাঁচা আমি
গভীরতাটা মাপতে পারিনি কখনো,
নিয়ম মেনে হিসেব কষতে অপারক।
ভগ্নাংশ গুলিকে জুড়তে কত তোর জোর করি,
অথচ ভগ্ন অংশ গুলি ঠিক খুঁজেই পাইনা।
কেন্দ্রবিন্দু স্থির রেখে-
বৃত্তের পরিধিটা আঁকতে আমি চরম ব্যর্থ।
ভালো থাকা আর ভালো রাখার মাঝে
বক্র রেখাটা দেখতে পেলাম যেদিন,
সেদিন থেকে ভাল রাখার ব্রতে ব্রতী হলাম।
রাখাতে যে আনন্দ থাকাতে সে নেই।
0 মন্তব্যসমূহ