✍️ অসীম দেববর্মা
যতো দিন বাঁচব ভালোবেসে
যাবো ভারতমা'কে
আবার যদি জন্ম হয় ফিরে
যেনো আসি ভারতমায়ের
বুকে!
নেই, নেই, নেই এমন আর দেশ
ভারতমায়ের মতো অরূপ বেশ।
এই দেশকে সময় সময়ে
হানাদারেরা লুটেছে
কতো প্রাণের আত্ম বলিদানে,
স্বাধীনতার মুক্ত নিশ্বাস বুক
ভরে নিচ্ছে
কতো মায়ের কোল হয়েছে খালি
এদেশের দিগ্- দিগন্তে
বীর- বীরাঙ্গনাদের গৌরব কাহিনী
লেখা আছে!
এসো হাতে হাত ধরি হিন্দু,মুসলমান
পারসী, বৌদ্ধ, জৈন, খৃষ্টান
এক সুরে গাই
একতার জয়গান চলো সবাই।
0 মন্তব্যসমূহ