…….✍বিপাশা দেব
ইচ্ছে করে বাঁধন হারা
উড়না হতে,
প্রখর তাপে পূর্ণ ছায়া;
কিংবা,
যুদ্ধের মঞ্চে ফাঁসি,
বৃষ্টি ভেজা মধ্যাহ্নে আবার ছাতা হয়েও আসি।
ইচ্ছে করে বাঁধন হারা
উড়না হতে,
কচি ঘাসে অস্থির শয়ন,
কিংবা,
ঘুমের শিশুর কোমল দোলন ;
দূর্বা ঘাসে ঘিট দিয়ে আবার গড়ি মনগড়া স্বপ্ন বয়ন।
ইচ্ছে করে বাঁধন হারা
উড়না হতে,
খোলা আকাশে পাখি হয়ে উড়তে থাকব উচ্ছ্বসিতে,
কিংবা, নববধূর ঘোমটা হব উসস্রিতে।
ইচ্ছে করে বাঁধন হারা
উড়না হতে,
আত্মহত্যার অদ্বিতীয় মোড়ল
কিংবা, মানবিক সম্ভ্রমের পরিচারক।
ক্রন্দনে সিক্ত হব, রুধির উৎকন্ঠায় রিক্ত হবে প্রত্যয়হস্তী স্মৃতি স্মারক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন