আজগুবি ভাইরাস

   ….✍ ইমরান খান রাজ

আজগুবি এক ভাইরাস এলো

সারা বিশ্ব জুড়ে,

করোনা নাম শুনেই সবাই

পালিয়ে যায় দূরে !


হ্যান্ডশেক আর কোলাকুলি

মানুষ গেছে ভুলে,

করোনাভাইরাস কার সৃষ্টি ?

কে আছে তার মূলে ?


ঈদের দিনেও ছাড় দেয়নি

এ কেমন ভাইরাস ?

বাঁচবে কদিন তাও জানোনা

পাপ করো মাইনাস !


সাবান পানি দিয়ে সবাই

হাত পরিস্কার রাখো,

স্বাস্থ্যবিধি রক্ষা করে

স্বাধীন বেশে বাঁচো !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন