**********★***********
….✍দীপা সরকার
ক্লান্ত শরীর নিয়ে দিনের শেষে যখন ঘরে ফিরি
আমি আমার শিরদাঁড়া সোজা করতে পারি না
সারাদিন কাজ আর কাজ,
আষ্টে পিষ্টে ঘিরে ধরে আছে কাজ আমাকে
ক্লান্তিরা আমার বালিশের পাশে বসে
কখনো একা বা কখনো সারা পৃথিবীর গল্প নিয়ে আসে
শ্রাবণের বৃষ্টির, ভাদ্রের তপ্ত রোদের আর মানুষের ইদুর দৌড়ের গল্প শোনায় আমাকে ,
মানুষ শুধু ছুটছে জীবন নামক প্রতিযোগীতয়
কেউ দেশে
কেউ বিদেশে ।
যে যার মতো করে ছুটছে
আমিও ছুটছি
তবে সেই ছুটাছুটির মধ্যে জীবন কে ছুয়ে দেখিনি কখনো ,
শহুরে জীবন, মাথার উপরে ইট আর কংক্রিটের প্রলেপ
বৃষ্টি রোদ ছুতে পারেনা আমাকে
সূর্যোদয় আর সূর্যাস্তের খবর ঘড়ি বলে দেয় ,
জীবনের মধ্যে থেকে জীবনকে
না ছুঁইয়ে বেঁচে থাকা এমন ভাবেই কাটছে আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন