….✍ সুস্মিতা মহাজন
মায়াবিনী রূপবতী কন্যা তুমি,
ধরিত্রী তোমার "মা"।
কখনো কূল ভাঙ্গে স্রোতে,
আবার কখনো গড়ে উঠে পলিতে।
কন্যা তুমি রুপ নেও মাতৃ-
তীরে বুকে বাঁচে হাজারো সন্তান তোমার।
তোমাতেই পূণ্য যেনো;
তোমাতেই ভাসে পাপী।
বরষাতে পূর্ণ গর্ভ তোমার,
চৈত্রেতে শুষ্ক রূপী।
কূল ভাঙ্গে, কূল গড়ে-
তবু তুমি থামো নাকো।
চলছে তোমার চলন স্রোত,
চলছেই অবিরাম অবিশ্রান্ত!
সময় পাল্টে ঘড়ির কাঁটায়,
তুমি সেই আজও কিশোরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন