**********★**********
….✍ আক্তার হোসেন
নীল দরিয়ার নৌকার সাথে হয়েছে সন্ধি আজ,
নৌকা বলে ওহে মাঝি তোমায় ছাড়া চলেনা আমার কাজ।
তোমার বৈঠার স্পর্শে আমি চলছি ওজান–ভাটি,
তুমি আমার চলার রসদ বন্ধু তুমি খাঁটি।
তোমার ভাটিয়ালি গানের রঙ্গে,
চলবো আমি জল তরঙ্গে।
পারি দেবো আজ দূর থেকে অনেক দূরে,
বর্ষাকালের শ্রান্ত দুপুরে।
প্রকৃতিতে সাজবে নানান সাজ,
দুজন মিলে মনের কথা বলবো আমরা আজ।
দরিয়ার সন্ধিক্ষণে সাগর দেবো পারি,
মিলবো একত্রে যেখানে নৌকা থাকে সারি সারি।
আমায় তুমি নিয়ে যেও নৌকা গুলোর ভীড়ে,
থাকবো দুজন তাদের সাথে সাগরেরও তীরে।
রাজার যেমন রাজ্য আছে আমার আছো তুমি,
তোমায় ছাড়া সাগর পারি কেমনে দেবো আমি।
তুমি আমার পরম প্রিয় পথ চলার সাথী,
ভালোবাসা থাকবে চিরকাল মাঝি তোমার প্রতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন