**********★**********
….✍ জুয়েল দেব
দিন পেরিয়া রাত হলো,বাবা তো মা আসলো না,
বললে তুমি আসবে বাবা,হাতে নিয়ে জামা খানা।
বাবা যখন আসবে তখন করব আমি বায়না,
বাবা তখন হাঁসবে আর বলবে কাছে আয় না।
বাবাকে মা দেখিনা বড্ড দিন হলো,
বাবা আমায় একলা ফেলে কেমন করে রইল।।
আসবে বাবা খেলবো মোরা আহা কি আনন্দ,
আসবে বাবা মাংস নিয়ে আহা কি গন্ধ।।
বলছ তুমি আসবে বাবা দুদিন হতে চলল,
বাবা যে কেন আসছে না তা নিয়েই ত দন্ধ।।
আসবে বাবা ঘুরবো মুরা আহা কি আনন্দ,
এই কথা শুনলেই তুমি কেন নীরবে কাঁদ।।
আসবে বাবা দেখবি তুই, কত দেবে যত্ন,
তুই যে বাবার জীবন যুদ্ধের একলা মানিক রত্ন।।
বাবা যে আজ দূর দেশে পাবিনা তার গন্ধ,
বাবা ছাড়াই কাটবে যে তোর জীবন যুদ্ধের ছন্দ।
আসবে না যে পায়ে হেটে,ডাকবে না আর সোনা বলে,
দেখবি তুই আসছে বাবা,চড়ে চার জনার দন্ড।।
মুখ লোকিয়ে কেন আছ? দেখছনা আর তুমি,
বাবা যখন আসবে তখন কাঁদবে না আর তুমি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন