এই নিয়ে আঠারো

  ….✍ প্রীতম শীল

এই মেয়ে যাচ্ছিস কোথায়?

-কেনো বলোতো?

না এমনি, গায়ের ও পথে যেতে নেই।

- কেনো কি আছে ও পথে?

ফিরে এসো মেয়ে বেশি প্রশ্ন করোনা।

-না ফিরবোনা যাও!

বেশ যাও তবে আর আটকাবোনা।


কতোগুলো মানুষের কোলাহল--

কি হয়েছে ভাই?

-আর বলবেন না, একটি মেয়ের লাশ।

কই দেখি দেখি!

এই তো সেই মেয়ে যাকে আমি বারন করেছি।

শরীরে কতোগুলো মানুষ রুপি হায়ানার দাগ,

জানতাম আমি জানতাম আমি।

তবে আমার মতো আর কেউ জানতো কিনা, 

কে জানে বাপু ছেঃ ছেঃ ছেঃ।

যাই বাড়ি যাই, কলমে লিখে রাখি *এই নিয়ে আঠারোটা*।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন