- তথ্য, সাহিত্য, সংস্কৃতি
….✍ শুভজিৎ চক্রবর্তী
স্বেচ্ছায় সেবক হতে চললাম
আজ আমি,
মানুষের সেবা করি,
চিরকাল আমি
বৃদ্ধ মায়ের সেবা করলাম
আজ মনে তৃপ্তি পেলাম,
জনগণের, সমাজের সেবায় ব্রতী হয়ে
জীবন ধন্য হলো আজি আমার,
একই শব্দ, একই গান
স্বেচ্ছায় সেবা করা
আমার কাম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন