শ্রাবণ

….✍ আক্তার হোসেন

শ্রাবণ তুমি এসো ফিরে আবার বছর ঘুরে,

তোমার অপেক্ষায় থাকবো আমি চৌরাস্তার মোরে।

গ্রীষ্মের শেষে যখন তুমি এসো বর্ষা হয়ে,

ধূসর কালো পৃথিবীকে সবুজ করো ধুয়ে।

সবুজ ঘাসে সাজিয়ে তুলো গ্রাম বাংলার মাঠ,

তুমি আমার প্রানের স্পন্দন সাঁতার খেলার ঘাট। 

যখন আমি তোমার জন্য থাকি অপেক্ষায়,

বৃষ্টি হয়ে এসো তুমি আমার ঘরের দাওয়ায়।

শ্রাবণ তুমি অঝোর প্রেমে ,

এসো আমার বুকে নেমে।

তোমার প্রেমের শীতল পরশ,

প্রাণে আমার তুলবে হরষ।

কাশ ফুলেরই গুচ্ছ তুলে,

পড়িয়ে দেবো তোমার চুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন