রিচ ডাউন

                ✍️গোপাল দে

কবিতাদের ছুটি দিয়েছি আজ বহুদিন,
কবির সেই পূর্ণিমার চাঁদ আর ঝলসানো রুটির মতোই
কবিতা আজ নিষ্প্রভ,নিশ্চুপ।
শুধু রাতের আঁধারে এসে উঁকি দিয়ে যায়
অজানা কিছু অন্তহীন গল্প,
যে গল্পে ফুটে ওঠে
কিছু নীরব যন্ত্রণা,হতাশা আর
রুদ্ধকন্ঠের কিছু চাপা প্রতিবাদ।
দুমড়ে মুচড়ে যায় যত আবেগ,যন্ত্রণা,
গভীর হয় সব ক্ষত।
কবিতাদের সঙ্গে সেই নিত্য যুদ্ধে
পরাজিত হয় বারবার
এক অর্ধভগ্ন কলম।

                   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ