হে বীর গণ হে বিপ্লবী
লহ মোর শতকোটি প্রণাম।
ভুলিনি তোমায় ভুলব না তুমায়
এ দেহে যতদিন আছে প্রাণ।
১৯শে মে বছরে যতবার আসবে
ততবার তোমাদের মুখ চোখে ভাসবে।
ছেড়েছ ঘর ছেড়েছ পৃথিবী
রেখে গেছ তোমাদের স্মৃতি।
মায়ের ভাষাকে আঁকরে ধরে
বুকের রক্তে রঙ্গিন করেছ নদী।
কত মায়েরা হয়েছে সন্তান ছাড়া
কত বোনেরা হয়েছে ভ্রাতৃ হারা।
কত স্ত্রী তার সিঁদুর বির্সজন দিয়েছে
সেদিন সেই নদীর জলে ।
কিশোরী কমলা ও সেদিন ভাবেনি
এত অল্প বয়সে ছাড়তে হবে পৃথিবী।
সেও দেখিয়ে গিয়েছে সেদিন যুদ্ধে
নারী পুরুষ সমান অধিকারী ।
এ বাংলা যতবার মায়ের ভাষা বলবে
ততবার তোমাদের জয়গান গাইবে।
তোমাদের বীরত্বের গান গাইবে,
তোমাদের শহীদদের কথা বলবে।
তোমাদের শহীদদের কথা বলবে।
0 মন্তব্যসমূহ