ছিন্ন বীণা

                    
        ✍️ সুখ চন্দ্র মুড়াসিং 

সংসার সমুদ্রের কয়েক কদম আগেই সুখেন বাবুর হৃদয় বীণা বিহাগ রাগে বাজতে শুরু করল । বরযাত্রী নিয়ে সাজানো গাড়ী থেকে নামতেই  বরণ ডালা নিয়ে বরণ করতে এসে শাশুড়ি মার কয়েকটি তির্যক কথায় শোরগোল পড়ে গেল। ঘনিষ্ঠ কয়েক জন ছাড়া বাকী বর যাত্রীগণ  তাদের গাড়িতে  গিয়ে বসে পড়লেন ।
উপস্থিত মান্য গণ্য গণের হস্তক্ষেপে বিয়ে সম্পন্ন হবার পর সুখেন বাবু বর সজ্জায় প্রবেশ করে সদ্য বিবাহিত স্ত্রীর হাব ভাবে হতাশা হলেন, বধূ বরণের সময়  স্ত্রীর উদ্বত আচরণে আতরের সুবাস ফিকে হয়ে গেল । ধীরা গমনে গিয়ে স্ত্রী এবং শাশুড়ির নানা তির্যক বাণে ক্ষত বিক্ষত হলেন।শাশুড়ি এবং স্ত্রীর উদ্দেশ্যে বললেন - যদি এতই অপছন্দ রাজি হলেন কেন ? প্রতি উত্তরে শাশুড়ি মা বলেন - তোমাকে নয় তোমাদের ও  ঘনিষ্ঠ জনদের আচার ব্যবহার আমাদের অপছন্দ ওরা অসামাজিক। মানসিক নির্যাতনে বিধস্ত অভুক্ত সারারাত মশার কামড় খেয়ে বারান্দায়  বসে রইলেন কেউ রা করলেন না।
     ভোররাতে এক রাশ অপমান ও দুঃখ নিয়ে শশুর বাড়ী ছেড়ে  বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সবার অলক্ষে নিজ ঘরে ঢুকে ঘুমিয়ে পড়লেন , শান্তির ঘুম ভঙ্গ হল এক দল পুলিশ এবং পরিবারের লোকদের চেঁচামেচিতে। যৌতুকের জন্য নববধূ নির্যাতনের অভিযোগে আটক করে থানায় নিয়ে যাওয়া হল। থানায় , শাশুড়ি দাঁত চিবিয়ে চিবিয়ে বললেন - যদি ঘরজামাই থাক অভিযোগ উঠিয়ে নেব নয়ত জেলে পচে মর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ