✒️গৌতম অধিকারী
হে গুণীশ্রেষ্ঠ,
দোহাই তোমার রাঙা পায়ে ধরে,
ওগো বলোনা কবি মোরে।
যে হৃদয়ে প্রেম নেই সে কি আর হয় কবি!
জাগেনি এখনো হৃদয়ে মন্দিরেতে প্রেমরবি।
মায়াময় সংসারেতে ষড়রিপুর মাঝেতে দেখছি বিশ্বালয়।
এখনো করাতে পারিনি সত্যের সাথে নিজেরে পরিচয়।।
হে ন্যায়পূজারী,
দোহাই তোমার রাঙা পায়ে ধরে,
ওগো কবি বলোনা আর মোরে।
হতে পারেনি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী লেখনী।
ঈশ্বরসৃষ্ট বিশ্বধামের বেদনা কোনদিনও তো হৃদয় দিয়ে অনুভব করিনি!
সবাইকেই উপেক্ষা করে নিজের মহিমার প্রচার করে যাই!
মিথ্যার যতোসব যশ-মান- প্রতিষ্ঠার অভিলাষে নিজ পরিচয় হারাই।।
হে বিশ্বপথিক,
দোহাই তোমার রাঙা পায়ে ধরে,
বলোনা! বলোনা! কবি আর মোরে।
অতীতের স্মৃতিতে, সবারই প্রীতিতে হয়নি গো মোর স্বার্থান্ধ হৃদয় জাগ্রত।
ঐশী নীতিতে, মাটির সুগন্ধির ঘ্রানেতেও মোর হৃদয় মন্দির অস্তমিত।
আমিত্বের অহংকারে দিয়েছি মরণ ডুব সবাইকে করে পর।
মিথ্যার ছলনায় পেলাম না কারোরই কোনো বর!!
হে দয়ার সাগর,
দোহাই তোমার রাঙা পায়ে ধরে,
দয়া করে আর বোলো না কবি মোরে।
মিথ্যার অহংকারে যা কিছু করেছি ভুল তোমার সনেতে।
ওগো! রাঙা চরণের ঐশী পদরেণু লাগাও না মোর ললাটে।
চোখের জলে আমিত্বের অহংকার পড়বে যখন গড়িয়ে গড়িয়ে,
রেখো গো তুমি আমায় তোমার বক্ষের মাঝেতে আলিঙ্গন দিয়ে।।
মোর বিনম্র চিত্তে নিবেদন,
ওগো দোহাই তোমার রাঙা পায়ে ধরে,
বলোনা! বলোনা! আর কোনদিনও বলোনা! কবি মোরে।
অতি দীনহীন-সাধারণ হয়ে পড়ে থাকতে চাই সংসারে।
কবির বদলে মানুষ হতে এসেছি গো তোমার তরে।
দয়া করে সরিয়ে দিও না গো আর আমারে।
ওগো তুমি বলো না! আর বলো না! কবি মোরে।।
0 মন্তব্যসমূহ