হরিণের জন্য পঙক্তিগুচ্ছ

✒️অর্পিতা দাস ( অন্তরীপা)

বসন্তের শুভেচ্ছায় নিস্তব্দ শহর অস্থির শ্বাস আনমনা মনে ,
নীরব অনুভূতির ছোঁয়ায় রাতের পাশবালিশ কবিতার মত জাগিয়ে রাখে।

আমি অপেক্ষায়!

মুঠো ফোনে রিংটোনের সিগন্যাল বাজবে তানপুরার মূর্ছনা জেগে উঠার শিহরণে।
ঋতুর মুহূর্তে আজ বসন্ত সকালের বার্তা পৌঁছাবে কোকিলের কুহুতানে।

আমি জেগে আছি তোমাকে ,তোমার মতো করে ছুঁয়ে!

মধ্যরাত পেরিয়ে যায় একলা ক্লান্ত মন ভোরের আভাস শহর জুড়ে,
সূর্যের আলোয় উত্তাপ মিশে শরীরে বইছে তৃপ্ত বাতাস সূর্যমুখী ফুলের ভীড়ে।

ইচ্ছে হলে এসো!
রোদেলা দুপুরে আমলকী ছায়ার নিচে কলম ঠুকে লিখব ভালোবাসার গান,
সুগন্ধি ফুলের আভা মেখে মিটিয়ে দেব অসহ্য ব্যথার উপাখ্যান।

এই কাঁচা হলুদরঙা বসন্তে আমি তোমার পথ চেয়ে বসে আছি...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ