আবার দেখা হবে


                ✍️গোপাল দে

চলতি পথ,মাঝে মাঝে বাঁক,
হাজারো চড়াই উৎরাই।
আবার কখনো কখনো
বিস্তির্ণ খোলা মাঠ,
খোলা আকাশের হাতছানি।
এ যাত্রা তোমার আমার।
আপনখেয়ালে হারাতে চেয়েছো অনেকবার,
কিন্তু আমি জানি....
এ পথ চলা আরো বাকি,
যেতে হবে অনেকদূর।
হঠাৎ পিছন ফিরে দেখি
ভরসার সেই হাতটি নেই
ফাঁকা রাস্তা,নির্জন নিশ্চুপ।
অজানা কোনো অভিমানে
অতল তলিয়ে গেল
হাতে হাত রেখে বহুদূর যাওয়ার
সেই মিথ‍্যে প্রতিশ্রুতি।
হয়তো অন‍্য কোনো পথে
হয়তো তোমার হাত
অন‍্য কোনো নতুন হাতে।
আশায় বুক বাঁধে প্রাণ,
আবার দেখা হবে...
আবার ভুলত্রুটির অবসান ঘটিয়ে
মিলবো জীবনের অন‍্য কোনো স্রোতে।
আবার দেখা হবে বন্ধু,
দেখা হবে তোমার আমার
স্বপ্নে গড়া সেই পথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন