যদি আবার সময় পেতাম


                 ✍️সুজন দেবনাথ

যদি আবার সময় পেতাম
নতুন ভাবে উদয় হতাম,
নবীন আলোয় রাঙাতাম ভূবনটা।
যদি আবার সময় পেতাম--
সমস্ত ভুল সূদরে নিতাম,
নতুন করে সাজাতাম জীবনটা।

যদি আবার সময় পেতাম--
স্বপ্নগুলো গুছিয়ে নিতাম,
জীবন নদী হোকনা আঁকাবাঁকা।
যদি আবার সময় পেতাম--
শৈশবটাকে খুঁজে নিতাম,
আপন মনে আঁকতাম দিগন্তরেখা।

যদি আবার সময় পেতাম--
আনন্দ সব বিলিয়ে দিতাম,
বন্ধু বলে জায়গা পেতাম অন্তরে।
যদি আবার সময় পেতাম--
আর্তজনের সঙ্গী হতাম,
দুঃখীর তরি বাইতাম সুখ সাগরে।

যদি আবার সময় পেতাম--
সত্যি যদি আবার সময় পেতাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন