একটি বার্তা তোমাকে তোমাকেই


            ✍️সরখেল দেবাশীষ

যখন তোমাকে দেখে লেখে
 তুমি তা দেখে দেখে  কমেন্ট কিংবা লাইক করো
 তখন অক্ষর শ্রমিকের  জীবন সংহারো  ঘটে যায়।
 রাতের জোনাকির মতো সে  কাঁপে
 ক্ষোভে ও সন্তাপে ।
 এই আত্মদগ্ধ  আত্মরতি  কালি উৎসবের অব্যবহিত আগে।
 সে জাগে  জেগে জেগে কেবলি পোড়াতে থাকে  জীবনের  ঘন কৃষ্ণ জয়ডাক।

 তুই আজ সারারাত জেগে থাক অপ্রেমে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন