✍️চন্দন পাল
এখন সময় স্পষ্ট উচ্চারণে র
আর অনিহা নয়, নম্রতা ছেড়ে স্বর চড়া হোক ।
স্বচ্ছতার পক্ষে, আত্মজার অকুতোভয়ে।
বেলাইনে আছে যারা কৌশলে চাপবো।
একদিন তারাই ! চ্যায়ারম্যান সাজবে।
হয়তোবা, চাপটা তাকে পথ দেখাবে।
যোগ্য ত্রাতা কিংবা অভিভাবক হতে।
ঝুঁকির কোলে, আজ সময় দিন,
কাল সময়-সম্পদ সাশ্রয় হতে পারে।
দুষ্টদল আকারে বাড়ে বন্ধুসুলভ দুষ্ট প্রীতিতে, প্রাপ্তিতে।
ধৃষ্টঐক্য বিবর্তনের কোন যুক্তিতে, নিজেরাও জানেনা।
অজান্তে প্রতিষ্ঠা পায়, অন্যায় ব্যাভিচার।
ওরা নগণ্য, আমরা অনেক।
শুধু, নব্বই ভাগ একসাথে নামতে বাকি।
এমনিতেও ছিটকে পড়ে, কত কাটাছেঁড়া হয়।
মারবে মারুক, দলবেঁধে, তার ঘর ছিঁড়ে আনবো, ওষুধের টাকা ।
শুধু, নব্বই ভাগ একসাথে উচ্চারণ বাকি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন