মেঘ বালিকা


                ✍️সুধীর রায়

মেঘ বালিকা!মেঘ বালিকা!
কোথায় তুমি যাও?
মন ভোলানো পাখি তুমি!
একটু দাঁড়াও।

কোন সুদূরে উড়ে বেড়াও-
কোথায় তোমার বাড়ি?
ডানা মেলে উড়তে পারো!
নিষ্প্রয়োজন গাড়ি!

এই ভুবনে তোমার মতো-
কজন আছে সুখি!
ইচ্ছে মতো উড়ে বেড়াও-
আমরা চেয়ে থাকি!

কভু পরো সাদা শাড়ি!
____কখনো বা কালো!
তোমার সাজে রূপের পরী!
____ভীষন লজ্জা পেলো!

রূপের বাহার দেখে তোমার-
_____মনটা যে যায় ছুটে!
তোমার সাথে ভাব জমাতে-
_______ মনে আলো ফুটে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন