✍️গোবিন্দ ধর
আমিও শ্রীহট্টীয়জাতক।
আমাদের পূর্ব পুরুষের নিজস্বলিপি ছিলো।
লিপি হারিয়েছি আমরা।
দেশ হারিয়েছি ঠাকুরদা যখন মিঞারপাড়া
প্রাথমিক বিদ্যালয়ের হেডস্যার থেকে
এক কাপড়ে ইন্ডিয়ায় চলে এলেন সেদিনই।
এক তো লিপি হারানো বালক।
তার উপর উদ্বাস্তু। বাস্তু হারানো আমিও।
আমাদের দেশ ছিলো সিলেট।
আমাদের দেশ হলো একাত্তরের মুক্তিযুদ্ধে
স্বাধীন বাংলাদেশ।
ইন্ডিয়ায় আসা আমাদের মাথার উপর লটকে আছে ভয়।
কখন কাগজ নেই বলে টেনে নিয়ে যায় রাষ্ট্র।
ডিটেনশন ক্যাম্পে আতঙ্কিত মানুষের ছবি দেখে
উদ্বাস্তু ভুত মাথায় ঢুকে
পুনরায় কামড়ে ধরে বিলুপ্ত নাগরিলিপি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন