প্রেমের ঘোর


                   ✍️শিখা চৌধুরী 

না হয় একটু পরে এলে
প্রতীক্ষা দির্ঘ হোক, 
না হয় তোমার আশায় আশায় 
একটি নদী হোক।

না হয় থাকলো এলোমেলো 
কোমল কালো কেশ,
সযতনে থাকবে তবু
ভালোবাসার রেশ।

না হয় একটু দুঃখ ব্যথা
দিলে হৃদয় চোর,
সারাজীবন থাকবে তবু
বেঘোর প্রেমের ঘোর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন