✍️অনামিকা দও (অনু)
ভালো রাখতে চেয়েছিলাম তাকে
সকল বিপদের আড়ালে
কিন্তু সে ভালো থাকতে চাইল কই?
বহুদিনের জানাকে খুব অজানা মনে হয়
জানতে তো চেয়েছিলাম বহুবার জানতে সে দিল কই? আজও একলা রাতে স্মৃতিগুলো আকড়ে কাঁদি
সে আর কাঁদল কই?
বোঝাতে তো চেয়েছিলাম বহুবার, বহুপ্রকারে
জেদের বশে সে আর বুঝলো কই?
জড়িয়ে ধরতে চেয়েছিলাম,ভালোবাসতে চেয়েছিলাম
সে আর ভালোবাসতে দিল কই?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন