"দীঘি"
সময় হল ভেসে যাওয়ার মনু থেকে ফেনী ...
কোথাকার জলো হাওয়া
এলোমেলো হল সব ,
গোধুলি সময় কড়া নাড়ে আঙিনায় ।
শুনেছ কলকলধ্বনি দেখেছ জল
দেখোনিতো হৃদয়ের রক্তক্ষরণ ।
জলের ভিতরে আগুন জ্বেলে
পেয়েছ কী নিখাদ সোনা ?
সরিয়ে দিয়ে বুকের পাথর
পাবে কী আর হাজার তাঁরা ?
তাকাও যদি চোখে
দীঘি দেখতে পাবে !
0 মন্তব্যসমূহ