বৈঠা ধরে ডাকছে আমায়,
নীল দরিয়ার মাঝি।
প্রবাল দ্বীপের জলধ্বনি,
বাতাসে উঠেছে বাজি।
ও মাঝি ভাই, ও মাঝি ভাই,
কোথায় তুমি যাও!
এমন সুন্দর গানগুলি সব,
কোথায় খুঁজে পাও।
তোমার গানে জুড়ায় মন,
ঘুচায় প্রানের ব্যাথা।
তবুও কেন লিখছি আজও,
অধরা প্রেমের কথা।
মেঘ তরঙ্গ কেটে কেটে,
ভাঙবে জানি বাঁধ।
নীল দরিয়ার মাঝে সে,
পূর্ণ একখান চাঁদ।
ঘুচবে আঁধার, ঘুচবে কালি,
জোৎস্না মাখা চাঁদে।
তুমিও আবার পড়বে জানি,
অধরা প্রেমের ফাঁদে।
0 মন্তব্যসমূহ