সম্পাদকীয়

সম্পাদকীয়................................✍️

বৈশাখ মাস আসলেই বিশ্ব কবিতার যেন একটা গন্ধ গন্ধ ভাব আসে। কবিতার গন্ধ ছড়িয়ে দেয় বিশ্বের নানান জায়গাতে। হবেই বা না কেন! এই মাসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা আবির্ভাব। এই মাসে কালবৈশাখী ঝড়ের মতো আমাদের মনের মনিকোঠায় যেন কবিতার ঝড় উঠে। কবিতা এবং নানান বাস্তব-অবাস্তব গল্প ভীড় ভীড় করে। অসীম ঝিরিঝিরি সারাদিনের বৃষ্টিতে গৌতম ঘোষালের বৃষ্টির গানটি মনে পড়ে-
"তুমিও কি আমাকে ভেবেছো আনমনে?
এমন শ্রাবন দিনে, এই ভিষণ প্লাবনে!
হয়তো কোথাও আছো তুমি" 
ঠিক তেমনি প্রত্যেক পাঠক এবং রচনাকারের মনে এই বিশাল স্মৃতি এসে মাথাচাড়া দেয় আর রচিত হয় রোমাঞ্চকর কাব্য। এই 'বৈশাখী সংখ্যা' প্রকাশে বিশেষভাবে সহযোগিতা করেছে পান্থ দাস( নবোন্মেষ আহ্বায়ক), সঞ্চয়িতা শর্মা( নবোন্মেষ সদস্যা), সুমিতা স্মৃতি( নবোন্মেষ কনভেনার), শিবশংকর দেবনাথ( নবোন্মেষ সহসম্পাদক) এবং নবোন্মেষ কমিটির অন্যন্য সদস্যবৃন্দ। তাদের অকৃত্রিম ভালোবাসা এবং শুভ কামনা করি। ধন্যবাদান্তে------
গৌরাঙ্গ সরকার
সম্পাদক, নবোন্মেষ পত্রিকা
শিবশংকর দেবনাথ
সহসম্পাদক, নবোন্মেষ পত্রিকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন