✍️ শতাব্দী দেবনাথ
ওরা বারুদ গন্ধ গায়ে মাখে
নেই তাদের লেলিহান শিখা,
বাড়ানোর কোনোও পুরোহিতের হাত,
কাঁটা তারে আটকে শত শত দেহ
যা টিভির পর্দায় কখোনো আসে না।
হারিয়ে যায় কত মায়ের সন্তান
রক্তে মাখা কাপড়ের টুকরো গুলো
যেন মায়ের চোখে ঝলসে উঠে।
সৈন্যদের কোনো খাবার নেই
শুধু গরম গুলি বিদ্ধ হয় বুকে।
তুমি মাংস ভাত পেট পুরে
ফেসবুকেতে স্লোগান দাও,
যুদ্ধ চাই !যুদ্ধ চাই !
প্রাণের খেলা খেলছে ওরা প্রতিনিয়ত,
অনুভব করো তাদের প্রতিটা ক্ষণ,
যারা চাইতো না যুদ্ধ হোক।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন