✍️ শাশ্বতী দেব
বসন্তে ছিলে তুমি মাতৃগর্ভে ,
জন্মেছিলে একদিন জোড়াসাঁকোতে ৷
রেখে গেলে নাম তোমার অমর করে ,
গান, কবিতায়, গল্পে —সমাদৃত হলে ,
তোমার গান কবিতায় কীর্তি রেখে গেলে ৷
বৈশাখের পূণ্যলগ্নে করি তোমায় স্মরণ ৷
তোমার কবিতা গানে ,করি তোমায় বরণ ৷
...............................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন