কষ্ট

   ✍️ দেবলীনা ভট্টাচার্য্য

একা একা বসে থাকলে অনেক কষ্ট আসে  ,
কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখের সামনে ভাসে ;
 কষ্টগুলো ভেসে ওঠে মনের ক্যানভাসে।
তবুও মানুষ কষ্টকে কেন এতো ভালোবাসে ?

ভালোমন্দের দন্দ্ব গেছে আবেগে মিশে ,
সরল মনটি ঠকেছে যে মানুষকে ভালোবেসে।
কিছু কিছু কথা আছে যা বলতে পারিনা,,
এমন কিছু কষ্ট আছে যা আমি সইতে পারিনা। 

কষ্ট গুলো আপন মনে একলা গেঁথে রাখি। 
হাজারও দুঃখের বেদনা মনে ধরে থাকি
কেমন করে কাটছে দিন নাওনা একটু খোঁজ,
দেখবে তোমরা আমার মনে অনেক কষ্টবোধ ,

হারিয়ে গেছে আমার অনেক কিছু,
চাইনা আর আমি খুঁজতে 
তাইতো এখন আমি চুপ থাকি,
সব কষ্টের মাঝে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন