মানুষ

   ✍️ রাহুল দেবনাথ

এক যে ছিল মানুষ,
আবৃত মুখমন্ডল মুখোশ দ্বারা।
অনাবৃত হয়তো চরিত্র!
এ কেমন তুমি আধুনিক,
তুমি না শিক্ষিত ?
তাহলে পাশবিকতার চাষ কেন ?
রহস্যের নিকেতনের ন্যায় ঋতুবদল!
মুখোশধারী তো তুমি প্রকৃত থেকেও বেশি!
ক্ষোভ,বিদ্বেষ, হিংসা, পেরিয়ে
মান-হুশ মিলিয়ে নিজেকে বিচার করো।
ভাটার টানে সময় ফুরালেও
মানুষ তোমরা মানুষ হও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন