✍️ মনচলি চক্রবর্তী
মিষ্টি মিষ্টি সোনামাখা রোদে
মন ভরে উঠে আনন্দে।
এসে গেছে গেছে হেমন্ত
জানান দেয় বিকেল পরন্ত।
শীতল হাওয়া বয়ে যায়
দারুণ এক শিহরণ দিয়ে যায়।
সুন্দর উজ্জ্বল প্রভাত
মেঘ হীন নীল আকাশ।
সূর্যের মিষ্টি হাসিতে
খুশীর প্রকাশ।
পাখিরা ডাকে নদীর কূলে কূলে,
গান করে গাছের ডালে ডালে।
প্রজাপতিরা ফুলে ফুলে আনন্দে
নেচে যায় তালে ছন্দে।
আজ দোল লেগেছে মনে প্রাণে
প্রকৃতির পরশ লাগে সোনালী ধানে।
0 মন্তব্যসমূহ