মেয়েদের জীবন

  ✍️ মৃত্তিকা দাস

মেয়েরা সারাজীবন সবার কাছে             
            বোঝা হয়ে থাকে ,
নিষ্ঠুর সমাজ শুধু মেয়েদের
            অবহেলায় রাখে 
সব কাজেই মেয়েদের বাঁধা পেতে
 হয়, 
প্রতিটা মুহূর্তে কষ্ট তারা সহ্য করে রয়।
সমাজে মেয়েদের সঠিক কোনো
             পরিচয় থাকে না, 
কথায় কথায় তুচ্ছ ভাবে,সত্যিকারের 
              সম্মান করে না।
বছর বছর দেবী দুর্গার যারা 
            পূজা করে থাকে, 
তারাই আবার মেয়েদের ঘরের
     কোণে বন্দি করে রাখে।
সবাই বলে মেয়েরা নাকি হয়েছে
              এখন স্বাধীন, 
তাহলে নিরাপত্তার ভয়ে কেনো,
        থাকছে তারা পরাধীন?
বাবা মায়ের কাছে যে মেয়েরা 
           লক্ষী হয়ে থাকে, 
সেই লক্ষীকেই পরের ঘরে সবাই
          পায়ের নিচে রাখে। 
মেয়েরা নাকি মায়ের রূপ 
          একথা সবাই বলে, 
আবার তাকেই সবাই তুচ্ছ ভেবে
           মুখ ফিরিয়ে চলে। 
মেয়েদের নিয়ে কেউ করোনা
          এতো  হেলাফেলা, 
তাদের জীবন নিয়ে সবাই এবার 
           বন্ধ করো সব খেলা।
যেদিন মেয়েরা পাবে এই সমাজে              
              সমান অধিকার,
সেদিনই সমাজ থেকে মুছে যাবে সব অন্ধকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ