✒️বিপ্লব গোস্বামী
টাকা আছে বলে তাই
সবার সম্মান পাই,
প্রধান অতিথি হয়ে
সভা-অনুষ্ঠানে যাই।
টাকা আছে বলে তাই
গ্ৰামের মোড়ল মশাই,
ইচ্ছে মতো যা তা করি
যারে খুশি তারে শাসাই।
টাকা আছে বলে তাই
গায়ের জোর খাটাই,
গার্লফ্রেন্ড সাথে নিয়ে
হোটেলেতে রাত কাটাই।
টাকা আছে বলে তাই
শাশুড়ির প্রিয় জামাই,
শ্যালিকার প্রিয় জিজু
আদর সোহাগ পাই।
টাকা আছে বলে তাই
সবার সম্মান পাই,
মূর্খ হলাম তাতে কি ?
স্যার স্যার বলে সবাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন