✒️মাধুরী লোধ
তুমি ক্ষেতের পাশ দিয়ে যাও লাল শাকের গায়ে ছোঁয়া লাগতেই নিমেষেই লাল রঙ লেপে যায় তোমার ঠোটে
তুমি শশা ঝিঙ্গা র ফুল কে আদর করো ফুল গুলো ফাঁক খুঁজে গোপনে তোমার শাড়ি জুড়ে নক্সা হয়ে ফুটে ।
তুমি পাকা টমেটো তুলবে বলে কোমরে আঁচল গুঁজে উপুড় হলে আধপাকা টমেটো হয় তোমার গাল
তোমার পরনের কলাপাতা রঙের শাড়ি গাজর রঙ্গা ব্লাউজ সীম বরবটি মিষ্টি আলু হয় লজজায় লাল ।
চিত্রাল প্রজাপতি উড়ে কুমড়ো ফুলের আশেপাশে তোমার হৃদয়ে বাজে কোকিল বোল
পাল্্ শাকের পাকা বীচি গুলো চেঁচিয়ে বলে আমায় নাও ঝাঁকায় রেঁধে খাবে ঝোল ।
তুমি ক্ষেতের পাশ দিয়ে যাও ঘাড় ঘুরাতে ঘুরাতে সূর্যমুখীর হয় ঘাড় ব্যথা
তিলফুল বলে আমাকে তুলে নাও সযতনে খোঁপার মালা বানিয়ে নাচবে গাইবে হবে কথকতা ।
তোমার নাকের ডগায় জমে যাচ্ছে কচি কচি ঘাম গাছের ডাব বলে খাও ভাবের জল
লাউ তোল চিচিঙ্গা তোল তোল আলু বেগুন মুলা তাজা তরিতরকারি খেয়ে হাসো খলখল ।
তুমি হাত পাততে গিয়ে ও থমকে দাড়াও মনে হবে লতানো গাছ বাহন হতে চাইছে তোমার
এ যে পরম প্রত্যাশা জীব জড় লতাপাতা মানুষের ও আপন জন কে আঁকড়ে থাকা সকলের জন্য সবার ।
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্তে যে কোন দিন যে কোন সময়ে স্বাগত তোমাকে আমার কৃষি আঙ্গিনায়
তুমি হয়ো সেচের জল , মাটি বা জৈবিক ,সার ঔষধি হয়ো আলো বাতাস পোকা দমন প্রকিয়া আরো আরো ফসল ফলাবার প্রত্যাশায় ।
ভালবাসা ভালবাসার গল্প কথা ছড়িয়ে ছিটিয়ে আছে মাঠে ঘাটে হাটে ঘরে বাইরে
তুমি রোজ এসে মুছিয়ে দিও ঘাম পুষিয়ে দিও শ্রমের দাম মাঠের ফসলকে নিও আপন করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন